ঢাকা কলেজ এইচএসসি-৯৬ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১০:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা কলেজ এইচএসসি-৯৬ ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গাজীপুরের দ্য ফরেস্ট এজ রিসোর্টে পুনর্মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ডা. আশরাফুল হাসান মানিক শুভেচ্ছা বক্তব্য দেন এবং উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন। সাধারণ সম্পাদক মো. ওয়াহিদ আলম তুলিত নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াহিদুজ্জামান বুলবুল ও মোজাম্মেল হক রাজু।
এর আগে গত ৩১ মে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এইচএসসি-৯৬ ব্যাচের প্রথম দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। কলেজের ক্যাম্পাসে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে আয়োজিত নির্বাচনে সভাপতি পদে মো. আশরাফুল হাসান মানিক ২৩০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মো. ওয়াহিদ আলম ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
