‘মিষ্টিমুখে’ মিলল ফাঙ্গাসযুক্ত দই ও পুরোনো মিষ্টি, অতঃপর?
জাবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১০:৫২ এএম
ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকার দুই দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাবারে অনিয়ম ও অতিরিক্ত মূল্য রাখার অভিযোগে এ অর্থদণ্ড করা হয়।
রোববার (২৯ জুন) রাতে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ
(সিওয়াইবি) এর জাবি শাখা এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ‘মিষ্টিমুখ’ দোকানের দোকানিকে
ফাঙ্গাসযুক্ত দই ও পুরোনো মিষ্টি ডিপ ফ্রিজে রেখে পুনরায় বিক্রির দায়ে ১০ হাজার টাকা
এবং ‘বাঙালির হোটেল’ নামে একটি দোকানের মালিককে অতিরিক্ত মূল্য নেওয়ায় দুই হাজার টাকা
জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিওয়াইবি জাবি
শাখার সভাপতি জি. এম. তাজমুল হোসেন, সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর
অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো.
কামরুজ্জামান।
অভিযান শেষে অধ্যাপক কামরুজ্জামান বলেন,
পূর্বের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। খাদ্যে অস্বাস্থ্যকর উপাদান
এবং অতিরিক্ত মূল্য রাখার বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট দোকানিদের জরিমানা করা হয়েছে।
