Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শেকৃবি শিবিরের ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন

Icon

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম

শেকৃবি শিবিরের ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও নবপ্রজন্মের মাঝে সেই ইতিহাস ছড়িয়ে দিতে ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২ জুলাই) শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ প্রতিযোগিতার ঘোষণা দেয় সংগঠনটি। 

এতে বলা হয়, এ প্রতিযোগিতা দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগরি-১ থেকে সেরা ৩ জন এবং ক্যাটাগরি-২ থেকে সেরা ৫ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে। 

এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকবে বিশেষ শুভেচ্ছা উপহার। আগামী ২২ জুলাই এর মধ্যে নির্ধারিত বিষয় অনুযায়ী রচনা ও আলোকচিত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেকৃবি ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী নাঈম বলেন, ৫ আগস্ট ২০২৪ ছিল বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, যখন গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী শাসকের পতনে জয় পায় জনতা। সেই স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে জাগ্রত করতেই আমাদের এই আয়োজন। এটি শুধু প্রতিযোগিতা নয়, বরং আমাদের মুক্তি আন্দোলনের গৌরবময় পাঠ। ইতিহাসের আলোয় ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠুক—এই কামনায় আমরা সামনে আরও উদ্যোগ নিতে চাই ইনশাআল্লাহ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম