Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় জাবি শিবিরের পাঁচ প্রস্তাবনা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় জাবি শিবিরের পাঁচ প্রস্তাবনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর চেতনা ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে পাঁচ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (৩ জুলাই) সংগঠনটির সভাপতি মহিবুর রহমান মুহিব ও সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান এক লিখিত বিবৃতিতে উপাচার্যের কাছে এ প্রস্তাবনাগুলো পেশ করেন।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’ আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও এটি একটি অনন্য ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ অভ্যুত্থান শিক্ষার্থীদের ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অদম্য সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে থাকবে।

এ চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এবং আত্মত্যাগের ইতিহাসকে সংরক্ষণে পাঁচ দফা প্রস্তাবনা তুলে ধরে ছাত্রশিবির।

প্রস্তাবনাগুলো হলো- জুলাইয়ে জাবি শিক্ষার্থীদের ওপর যারা পাশবিক হামলা চালিয়েছিল, তাদের বিচারিক প্রক্রিয়া ৩৬ জুলাইয়ের মধ্যেই সম্পন্ন করা, উপাচার্য বাসভবন থেকে চৌরঙ্গী পর্যন্ত। সড়কটির নাম ‘জুলাই স্মৃতি সড়ক’ নামকরণ করা, আন্দোলনের স্মৃতি সংরক্ষণে একটি ‘জুলাই কর্নার’ স্থাপন এবং একটি জুলাই স্মৃতি স্মারক সম্পাদনা করা, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত চারটি হলের নাম জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে মিল রেখে ৩৬ জুলাইয়ের আগেই নামকরণ করা, জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের মাধ্যমে একাডেমিক হয়রানি বন্ধ করা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম