বাহুবলে চালককে হত্যা করে টমটম ছিনতাই
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১১:০১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাহুবলে চালক আবুল কাশেমকে (২৮) গলায় গামছা পেঁচিয়ে পিটিয়ে হত্যা করে ইজিবাইক টমটম নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত চালক লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি কাশেম। সারারাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে ওই স্কুলের পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত টমটম উদ্ধার করা সম্ভব হয়নি।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান টমটম চালকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
