Logo
Logo
×

সারাদেশ

যশোর শিক্ষা বোর্ড

পাশের হারে শীর্ষে যশোর জেলা তলানিতে মেহেরপুর

Icon

ইন্দ্রজিৎ রায়, যশোর

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:৩৯ পিএম

পাশের হারে শীর্ষে যশোর জেলা তলানিতে মেহেরপুর

যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় এসএসসির ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে যশোর জেলা। গত বছরের মতো এবারো তলানিতে অবস্থান মেহেরপুর জেলা।

এবার পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমেছে। গত বছর প্রথম স্থানে ছিল সাতক্ষীরা জেলা। এবার শতভাগ পাশ করেছে ৭৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শতভাগ ফেল প্রতিষ্ঠানের সংখ্যা এবার দুটি। গত বছরের তুলনায় এবার ২০ শতাংশ পাশের হার কমেছে। জিপিএ-৫ প্রাপ্তিও কমেছে প্রায় ৫ হাজার।

ইংরেজি ও গণিতে বেশি সংখ্যা পরীক্ষার্থী ফেল করায় সার্বিক ফলাফলে প্রভাব পড়েছে বলে মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার দুপুর ২টায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসএসসির ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম।

প্রকাশিত ফলাফলে জানা যায়, এবার যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলা থেকে এক লাখ ৩৮ হাজার ৮৫১ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে এক লাখ দুই হাজার তিনশ’ ১৯ শিক্ষার্থী। এ বছর যশোর বোর্ডে পাসের দাঁড়িয়েছে ৭৩.৬৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ শিক্ষার্থী। গত বছর পাশের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৬১ শিক্ষার্থী।

খুলনা বিভাগে সেরা যশোর জেলা:

পাশের হারে খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে প্রথম হয়েছে যশোর। আর সবচেয়ে কম পাশ করেছে মেহেরপুর জেলার পরীক্ষার্থীরা। যশোরে পাশের হার ৭৯.০৭ শতাংশ। মেহেরপুর জেলায় পাসের হার ৬২ দশমিক ৭০ শতাংশ। খুলনা জেলায় পাশের হার ৭৭ দশমিক ৯৪ শতাংশ। সাতক্ষীরা জেলায় পাশের হার ৭৬ দশমিক ৮০ শতাংশ। নড়াইল জেলায় পাশের হার ৭৩ দশমিক ৬১ শতাংশ। কুষ্টিয়া জেলায় পাসের হার ৭৩ দশমিক ৪০ শতাংশ, চুয়াডাঙ্গা জেলায় পাশের হার ৭২ দশমিক ১৬ শতাংশ, বাগেরহাট জেলায় পাশের হার ৭১ দশমিক ৬০ শতাংশ, মাগুরা জেলায় পাসের হার ৬৮ দশমিক ৬৫ শতাংশ,  ঝিনাইদহ জেলায় পাশের হার ৬৭ দশমিক ৮০ শতাংশ।

বেশি ফেল ইংরেজি ও গণিতে:

এ বছর  ইংরেজি ও গণিত বিষয়ে ফেল করেছে বেশি। যার প্রভাবে সামগ্রিক পাশের হারেও পড়েছে। এবার ইংরেজিতে ৮৩ দশমিক ৭৭ শতাংশ, গণিতে ৮৫ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। বাংলায় ৯৭ দশমিক ৯২, ভূগোলে ৯৪ দশমিক ৬৯, ইসলাম ধর্মে ৯৭ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। 

শতভাগ পাশ ৭৫ স্কুল, শতভাগ ফেল দুটিতে:

যশোর শিক্ষা বোর্ডে এবার শতভাগ পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। পাশাপাশি শতভাগ ফেল করেছে দুটি প্রতিষ্ঠান। এবার ২ হাজার ৫৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে কমেছে শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। গত বছর শতভাগ পাশ করেছিল ৪২২টি স্কুলের শিক্ষার্থীরা।

পাশাপাশি গত বছর শতভাগ ফেলের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। এবার দুটি প্রতিষ্ঠান এই তালিকায় নাম লিখিয়েছে। এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো- নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাগেরহাটের মোরেলগঞ্জের নাহালখালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই স্কুল দুটি থেকে একজন করে ছাত্রী এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়ে অনুত্তীর্ণ হয়েছে। ২০২৩ সালেও শতভাগ ফেলের তালিকায় ছিল মুলাদি তালতলা স্কুল।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ নজরদারি এবং অভিভাবকদের সহযোগিতায় যশোর বোর্ড ভালো ফলাফল অর্জন করেছে। বিশেষ করে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ নজরদারি, যথাযথ মূল্যায়নের মাধ্যমে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে।

ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষার ফল ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম