Logo
Logo
×

শিক্ষাঙ্গন

মেডিকেল ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:১০ এএম

মেডিকেল ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ফাইল ছবি: সংগৃহীত

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 

শুক্রবার বেলা ১০টা থেকে রাজধানীসহ সারা দেশের ১৯ কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১টায়।

এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৬৫ হাজার ৯১৯ শিক্ষার্থী আবেদন করেন। দেশে সরকারি ৩৬টি মেডিকেল কলেজের আসন সংখ্যা চার হাজার ৬৮টি। তবে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।

শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করেন। পূর্ব নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও কর্তব্য পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ও ঘড়ি নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। 

এর আগে সোমবার এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরীক্ষাসংক্রান্ত ওভারসাইট কমিটির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষা সর্বোচ্চ কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করতে সব প্রস্তুতি ইতিমধ্যে নেয়া হয়েছে।

তাই পরীক্ষা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টির সুযোগ এবারও থাকবে না। গত কয়েক বছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সব মহলে যে প্রশংসা অর্জিত হয়েছে, এবারের পরীক্ষায়ও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমবিবিএস ভর্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম