স্টামফোর্ড ইউনিভার্সিটিতে এইচওডি-পিআরডি হিসেবে যোগ দিলেন প্রদীপ্ত মোবারক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৫:১৫ পিএম
প্রদীপ্ত মোবারক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কবি, সাংবাদিক ও প্রবন্ধিক প্রদীপ্ত মোবারক স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের এইচওডি-পিআরডি হিসেবে যোগদান করেছেন। পেশাগত জীবনে তিনি একজন খ্যাতনামা যোগাযোগ ও জনসংযোগ বিশেষজ্ঞ, যিনি এর আগে উত্তরা ইউনিভার্সিটিতে জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আধুনিক বাংলা কবিতার এক সুপরিচিত মুখ প্রদীপ্ত মোবারক। বাংলাদেশ ও ভারতের কলকাতার বিভিন্ন জাতীয় দৈনিকে তার কবিতা নিয়মিত প্রকাশিত হয়। প্রেম ও দ্রোহ, সমাজচেতনা ও দেশপ্রেম—এই বিষয়গুলো তার কবিতা ও প্রবন্ধে প্রাধান্য পায়। তার লেখার প্রধান বৈশিষ্ট্য আধুনিকতা। পেশাগত দক্ষতা, সাহিত্যভাষ্য এবং সাংগঠনিক নেতৃত্বের মেলবন্ধনে তিনি দেশের শিক্ষা ও সাহিত্য অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।
কবি প্রদীপ্ত মোবারকের শিক্ষা জীবনের সূচনা হয় জন্মস্থান ভোলা সদর জেলার আলিনগর ইউনিয়নের মৌটুপী গ্রামের সাহেবের কাচারি ৫১নং আলীনগর সরকারি প্রথমিক বিদ্যালয় ও আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যদিয়ে। এর পরে উচ্চতর বিদ্যার্জনের জন্য তিনি ভর্তি হন রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজে। পরে প্রদীপ্ত মোবারক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সমাপ্ত করেন। প্রদীপ্ত মোবারক একজন উচ্চশিক্ষিত পেশাজীবী যিনি জনসংযোগ ও যোগাযোগ বিজ্ঞানে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয়জীবন থেকেই তিনি সাহিত্য ও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে জড়িত ছিলেন। বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করেছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।
