Logo
Logo
×

শিক্ষাঙ্গন

নির্ধারিত সময়েই রাকসু নির্বাচন, বাম-ছাত্রদল-ছাত্র অধিকারের ‘ওয়াক আউট’

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম

নির্ধারিত সময়েই রাকসু নির্বাচন, বাম-ছাত্রদল-ছাত্র অধিকারের ‘ওয়াক আউট’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির বিষয়ে নির্বাচন কমিশনের আলোচনা সভা থেকে ওয়াক আউট করেছে গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ।

এদিকে সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ২৫ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই রাকসু নির্বাচনে হবে বলে জানানো হয়। এই নির্ধারিত সময়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নির্বাচন কমিশনে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিভিন্ন ছাত্র সংগঠনসমূহের প্রতিনিধিসহ মনোনয়ন উত্তোলনকারীদের নিয়ে আলোচনা সভাটি আয়োজন করেছে নির্বাচন কমিশনার।

ওয়াক আউট করে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী সাংবাদিকদের বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন পাকিস্তান দূতাবাস ও মগবাজার থেকে পরিচালিত হয়। তারা আলোচনার জন্য ডেকেছেন পাকিস্তানপন্থি ও আমার ভাইদের ওপর হামলায় অভিযুক্ত নেতারা। তাদের সঙ্গে আমাদের আলোচনা হতে পারে না। আমরা বাংলাদেশপন্থি যারা আছি তাদের সঙ্গে সংহতি জানিয়ে আমরাও ওয়াক আউট করলাম।

এ বিষয়ে জানতে চাইলে শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ বলেন, আমাদের আজকের আলোচনায় ডাকা হয়েছে গত ২৭ মে যারা আমাদের ওপর হামলা করেছে তাদের। আমরা একাধিকবার সেই হামলার বিচার চেয়েছি। তাদের বিচারের বদলে আমাদের তাদের সঙ্গে হাউজ শেয়ার করতে ডাকা হয়েছে। আমরা এটা করতে পারি না।

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ বলেন, সভায় কয়েকটি সংগঠনকে বিশেষ সুবিধা দেওয়া হলেও আমাদের সভায় কথা বলতে দেওয়া হয়নি। এছাড়া গণতান্ত্রিক ছাত্র জোট আমাদের আন্দোলন সংগ্রামের সহচর ছিলেন আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়ে ওয়াক আউট করছি।

কয়েকটি ছাত্র সংগঠন ওয়াক আউট করলে আলোচনা চালিয়ে যায় প্রধান নির্বাচন কমিশনার। আলোচনা সভায় সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, এর আগে নির্বাচনের তারিখ দুইবার পরিবর্তন হয়েছে। আগামী ২৫ তারিখেই নির্বাচন হতে হবে। নির্বাচনের তারিখ ঠিক রেখে যাকেই যুক্ত করা হোক আমার সমস্যা নেই। তবে ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হতে হবে।

আরেক সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলল, আজকে যারা ভোটাধিকার চেয়ে কর্মসূচি করেছে তাদেরই ভোটাধিকার নেই। এখানে যারা প্রার্থী তাদের ডাকা হয়ে তবে প্রার্থীদের বাইরেও অনেককে ডাকা হয়েছে। নির্বাচন কমিশন এ বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারেনি।

সভা শেষে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ সাংবাদিকদের বলেন, আজকের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এটা চূড়ান্ত। নির্বাচন ছাত্রদের তারা যেভাবে চাইবে আমরা সেভাবেই নির্বাচন আয়োজন করব। আইন অনুযায়ী যতটুকু ব্যবস্থা গ্রহণ করা সম্ভব আমরা সবই করব। প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নির্বাচন কমিশনে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ মে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেট, প্যারিস রোডে ৩ দফায় গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাদের ওপর ‘শাহবাগবিরোধী ঐক্যের’ ব্যানারে হামলা করা হয়। এ হামলার অভিযোগ ওঠে শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম