Logo
Logo
×

শিক্ষাঙ্গন

এস এম ফরহাদের ভোট বাড়বে, কেন বললেন মেঘমল্লার বসু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম

এস এম ফরহাদের ভোট বাড়বে, কেন বললেন মেঘমল্লার বসু

এস এম ফরহাদ ও মেঘমল্লার বসু। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে জিএস পদে প্রার্থিতা করা এসএম ফরহাদের ভোট বাড়বে বলে মনে করছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু। তিনি ডাকসু নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের জিএস প্রার্থী।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু নির্বাচনের নানা দিক দিয়ে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন মেঘমল্লার। পোস্টের এক অংশে তিনি ফরহাদের বিরুদ্ধে সাম্প্রতিক একটি রিটের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘এক এটেনশান সিকার হুদাই এস এম ফরহাদের বিরুদ্ধে করসে রিট। গোটা আইনী কাঠামো জামায়াতের হাতে। এই রিট জীবনেও কোনো রেজাল্ট আনবে না। যদি কোনো দৈবচক্রে আনেও সেটারে অনায়াসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা যাবে।’

ফরহাদের বিরুদ্ধে রিটকে ‘মুজিববাদীদের অবদান’ আখ্যা দিয়ে এই বামপন্থি ছাত্রনেতা লিখেছেন, ‘এটাই (ফরহাদের বিরুদ্ধে রিট) মুজিববাদী বামদের একমাত্র কন্ট্রিবিউশান গত এক বছরে। যখনই আমরা তিলে তিলে, সর্বোচ্চ স্ট্র‍্যাটিজিকাল হয়ে একটা বৃহত্তর শিবির বিরোধী মেরুকরণ তৈরি করব ঠিক তখনই এটেনশান গ্র‍্যাব করার জন্য তাদের উদ্ভট ও উৎকট কিছু একটা করতেই হবে।’

এই রিটের ফলে এস এম ফরহাদের বাড়বে উল্লেখ করে তিনি যোগ করেন, ‘কালকে এস এম ফরহাদের ভোট বাড়া ছাড়া কমে নাই। অবশ্য লাভ মুজিববাদী বামদেরও হইসে। লেফট-লিবারালদের সংযুক্ত প্যানেল বাদেও যে বামদের আরেকটা প্যানেল আছে এটা ক্যাম্পাসের লোকজন জানতে পারসে। শিবির-বিরোধিতা এদের কাছে একটা গিমিক। ক্যাম্পাসটায় কেমনে প্রতিক্রিয়াকে রোখা হবে এটা এদের চিন্তায়ও থাকে না।’

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম।

এই রিট আবেদনের শুনানি মঙ্গলবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে হতে পারে। রিটকারীর পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। এস এম ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম