Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বাকৃবিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম

বাকৃবিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৩১ আগস্ট হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্তকরণ এবং সার্বিক বিষয়টির সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত একটি জরুরি আদেশে এ তথ্য জানানো হয়। যতদ্রুত সম্ভব তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

বাকৃবির মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে সভাপতি এবং সংস্থাপন-২ এর ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান এবং পূর্ত বিভাগ-১ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহ. এনামুল হক।

তদন্ত কমিটির বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. শিবলী বলেন, তদন্ত কমিটির নোটিশে শিক্ষার্থীদের ওপর বহিরাগত দিয়ে হামলা এবং যেসব শিক্ষক শিক্ষার্থীদের ওপর শারীরিক আঘাত করেছেন এ বিষয়ে কোনো উল্লেখ নাই। তাই এই কমিটির কাজের পরিধি রিফর্ম করতে হবে। নতুবা এই কমিটির রিপোর্ট সুষ্ঠু ও বাস্তবসম্মত হবে বলে মনে করি না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম