ডাকসু নির্বাচন
‘হাসিনার আমলে রাজপথে ছিলাম, ডাকসুর পরও থাকব’ ঘোষণা মেঘমল্লারের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী বিরোধিতার জন্য বেশ পরিচিত ছিলেন এবারের ডাকসু নির্বাচনে বাম জোট সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু। নির্বাচনের ঠিক আগে সে কথাটা মনে করিয়ে দিয়ে তিনি জানান, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেমন মাঠে ছিলেন, তেমনি তিনি ও তার সহযোগীরা মাঠে থাকবেন নির্বাচনের পরেও। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি অভিযোগের সুরে জানান, নির্বাচনী প্রচারণা তার দলের জন্য অসম লড়াইয়ে পরিণত হয়েছে। কেন? সে বিষয়টার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এই রকম পরিস্থিতি, যেখানে টাকার এমন খেলা, মাসল পাওয়ারের এমন খেলা, আন্তর্জাতিক মিডিয়া দিয়ে মানুষকে প্রমোট করা হচ্ছে, অন্যরকম কারসাজি করা হচ্ছে, বড় বড় রাজনৈতিক দল সম্পৃক্ত হয়ে গেছে, সেখানে আপনারা আপনাদের নৈতিক সততা দিয়ে যে লড়াইটি লড়লেন, এটার ফলাফল ৯তারিখে কী হবে আমি জানি না, কিন্তু এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না, সারা দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে, সারা দেশ দেখেছে আমরা কী সৎ লড়াইটা লড়েছি।’
আওয়ামী লীগ শাসনামলেও সরকার বিরোধিতার কারণে একাধিকবার ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েছেন তিনি। মেঘমল্লার জানান, হাসিনা যুগে যেমন মাঠে ছিলেন, তার দল মাঠে থাকবে ডাকসু নির্বাচনের পরও।
তার ভাষায়, ‘মানুষ যে লড়াইটা লড়ে, সেটার ফল তারা পায়; আজ হোক কাল হোক। ওই কথাটাই আমরা বলতে চাই, ৯ তারিখে আমরা আশা রাখি আমরা বিজয়ী হব। কিন্তু আমরা বিজয়ী হই, পরাজিত হই, আমরা বিশ্বাস রাখি আমরা যেরকম রাজপথে ছিলাম, সেরকম প্রতিরোধের শক্তি হয়েই রাজপথে থাকব। ডাকসু যার দখলেই যাক না কেন, রাজপথ আমাদের দখলে থাকবে, ঠিক যেমন হাসিনার আমলে ছিল, ঠিক যেমন ইউনুস আমলে আছে; এই রাজপথ আমাদের রক্তে রঞ্জিত, এই রাজপথ আমাদেরই দখলে থাকবে।’
