Logo
Logo
×

ক্যাম্পাস

ঢাবিতে নবজাতকের পচাগলা লাশ উদ্ধার

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ১২:১৫ পিএম

ঢাবিতে নবজাতকের পচাগলা লাশ উদ্ধার

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পচেগলে যাওয়া এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।  বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে এই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি যুগান্তরকে বলেন, এটি মর্মান্তিক এবং খুবই দুঃখজনক।  ধারণা করা হচ্ছে, নবজাতকটির বয়স দিন-তিনেক হবে কেউ হয়তোবা কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ফেলে গেছে। 

প্রক্টর বলেন, আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে শাহবাগ থানায় যোগাযোগ করলে তার লাশটিকে উদ্ধার করে মর্গে পাঠায়।

ঢাবি ক্যাম্পাস নবজাতক পচা লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম