ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও মিলল নবজাতকের লাশ
ঢাবি প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৯:১০:৫৯ | অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আবারও একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিপরীত পাশের রাস্তার ওপর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঢাবি প্রক্টর বলেন, আজ (শনিবার) বিকাল তিনটার দিকে জগন্নাথ হলের অপজিট পাশে অবস্থিত বুয়েট স্কুলের গেটের ডান পাশের ড্রেনের রাস্তার ওপর থেকে গামছা দিয়ে মোড়ানো অবস্থায় একটি মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, আসলে কে বা কারা নবজাতকের লাশটিকে এই জায়গায় ফেলে গেছে সেটি এখনও জানা যায়নি। শাহবাগ থানায় এটা নিয়ে একটি মামলা করা হয়েছে।
এর আগে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে এক নবজাতকের লাশ উদ্ধার করেছিলেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। পরে শাহবাগ থানা পুলিশের মাধ্যমে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও মিলল নবজাতকের লাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আবারও একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিপরীত পাশের রাস্তার ওপর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঢাবি প্রক্টর বলেন, আজ (শনিবার) বিকাল তিনটার দিকে জগন্নাথ হলের অপজিট পাশে অবস্থিত বুয়েট স্কুলের গেটের ডান পাশের ড্রেনের রাস্তার ওপর থেকে গামছা দিয়ে মোড়ানো অবস্থায় একটি মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, আসলে কে বা কারা নবজাতকের লাশটিকে এই জায়গায় ফেলে গেছে সেটি এখনও জানা যায়নি। শাহবাগ থানায় এটা নিয়ে একটি মামলা করা হয়েছে।
এর আগে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে এক নবজাতকের লাশ উদ্ধার করেছিলেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। পরে শাহবাগ থানা পুলিশের মাধ্যমে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।