ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চার দিনের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে আবারও একটি নবজাতকের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পেছনে পানির পাম্প সংলগ্ন কেচি গেটের সঙ্গে লাগানো অবস্থায় নবজাতকের দেহাবশেষ উদ্ধার করা হয়।
ঢাবির প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঠিক নবজাতক নয়, এটা ভ্রুণের চেয়ে একটু উন্নত অবস্থার একটা বাচ্চা যেমন থাকে তেমনটা পাওয়া গেছে। পুলিশ এটা উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অপমুত্যুর মামলা দিয়েছে।
গত শনিবার (৫ ডিসেম্বর) জগন্নাথ হলের সামনে ড্রেনের পাশে রাস্তার উপর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছিল পুলিশ।
