Logo
Logo
×

ক্যাম্পাস

‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ০১:০৪ পিএম

‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হ্যাট্রিক বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আনন্দ র‌্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ক্ষমতাসীন দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার সকাল সাড়ে ১১টায় র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলাভবন, ভিসি চত্বর, টিএসসি, রাজু ভাস্কর্যসহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণতন্ত্র বিজয় আওয়ামী লীগ ছাত্রলীগ র‌্যালি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম