Logo
Logo
×

ক্যাম্পাস

সংহতি সমাবেশ থেকে এলো ৩ দাবি

ঢাবির লক্ষ্য থেকে অনেক দূরে সরে গেছে প্রশাসন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১, ০২:৩৭ পিএম

ঢাবির লক্ষ্য থেকে অনেক দূরে সরে গেছে প্রশাসন

স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খুলে পরীক্ষা নেয়াসহ তিন দফা দাবিতে সংহতি সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বিকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট।

মঙ্গলবার ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে জোটের ঢাবি শাখার সমন্বয়ক রাজীব কান্তি রায়ের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য দেন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক নাসির উদ্দীন প্রিন্স, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, সদস্য সুহাইল আহমেদ শুভ প্রমুখ। 

সমাবেশ থেকে ৭ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

তাদের তিন দফা দবির মধ্যে রয়েছে- স্বাস্থ্যবিধি মেনে ঢাবি আবাসিক হল খুলে পরীক্ষা নেয়া, করোনাকালীন পরিস্থিতিতে ফি মওকুফ করা এবং টিএসসির মূল কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো নির্মাণ প্রকল্প না করা।

সমাবেশে নেতারা হল না খুলে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে অভিহিত করে বলেন, প্রতিটা হলে মনিটরিং সেল তৈরি করে সুষ্ঠুভাবে সিট বণ্ঠন করতে হবে। এ সময় তারা টিএসসি ভেঙে ফেলে নতুন করে নির্মাণ করার নিন্দা জানান।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন তার থেকে দূরে সরে গেছে। হল না খুলে পরীক্ষা নেয়া ছাত্র-স্বার্থ পরিপন্থী। বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ৪০ শতাংশ পর্যন্ত ফি কমিয়েছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েও কোনো ফি মওকুফ করেনি।

ঢাবি ভর্তি পরীক্ষা হল দাবি করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম