Logo
Logo
×

ক্যাম্পাস

জাবির সমাবর্তনে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

জাবির সমাবর্তনে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ষ্ঠ সমাবর্তনে গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন কপি ও জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে সমাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রক্টর ও সমাবর্তন সংক্রান্ত শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আ স ম ফিরোজ-উল-হাসান এ তথ্য জানান।

মতবিনিময় সভায় প্রক্টর আরও বলেন, ওই দিন রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটদের দুপুর আড়াইটার মধ্যেই সামবর্তন অনুষ্ঠানের প্যান্ডেলে প্রবেশ করতে হবে। এ সময়ের পর কোনোভাবেই আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া বটতলার সব খাবারের দোকানগুলো খোলা রাখতে বলা হয়েছে এবং হলের ক্যান্টিনগুলোতে খাবারের মান নিশ্চিত করা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন সব দোকান বন্ধ থাকবে।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সমাবর্তনের দিন যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমাবর্তন অনুষ্ঠানে সরাসরি প্যান্ডেলে প্রবেশ করবেন তাদের সব প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র সঙ্গে নিয়ে প্রবেশ করতে হবে। আর যাদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র নাই তাদের সাময়িক পরিচয়পত্র দেওয়া হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের সাময়িক পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে প্যান্ডেলে প্রবেশ করতে হবে।

এবারের সমাবর্তনে অংশ নেবেন ১৫ হাজার ২১৯ জন গ্র্যাজুয়েট। সমাবর্তনে সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বক্তা হিসেবে থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম