ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হলের কক্ষ দখলকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়িয়েছে শাখা ছাত্রলীগের দুইপক্ষের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, উপগ্রুপ বিজয়ের অনুসারীরা দুই ভাগে বিভক্ত। একপক্ষের আধিপত্য আলাওল হল ও এএফ রহমান হলে। অন্যপক্ষের অধিপত্য সোহরাওয়ার্দী হলে। আলাওল হলের কয়েকটি কক্ষ দখলকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ ঘটনার জেরে আলাওল হল ও এএফ রহমান হলে অবস্থানরত বিজয়ের অনুসারীরা সোহরাওয়ার্দী হলে অবস্থানরত নেতাকর্মীদের ওপর আকস্মিক হামলা চালায়। এরপরই দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপক্ষ অপরপক্ষের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।
এ সময় আলাওল হল ও এএফ রহমান হলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলে প্রবেশ করে কয়েকটি কক্ষে ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নেতাকর্মীরা যার যার হলের দিকে চলে যায়। এ ঘটনায় আহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়েছি। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ২০ ফেব্রুয়ারির ঘটনায় যে তদন্ত কমিটি করা হয়েছে তারাই এ ঘটনা খতিয়ে দেখবে।
