Logo
Logo
×

ক্যাম্পাস

ব্যবসায়ী ও ইউপি সদস্যকে মারধর, জাবি ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৩, ১১:২৫ পিএম

ব্যবসায়ী ও ইউপি সদস্যকে মারধর, জাবি ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীকে মারধর ও রাঙামাটি এলাকায় পাথালিয়া ইউনিয়নের এক ইউপি সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়কে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়কে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না- তার উপযুক্ত কারণসহ জবাব আগামী ৭ দিনের মধ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

জাবি মারধর ছাত্রলীগ নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম