Logo
Logo
×

ক্যাম্পাস

৩৩ দফা দাবি বাস্তবায়ন চায় ইবি ছাত্রলীগ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৯:৪৮ পিএম

৩৩ দফা দাবি বাস্তবায়ন চায় ইবি ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে খাবারের মান বৃদ্ধি, ই-ব্যাংকিং সেবা চালু, বিশ্ববিদ্যালয় থেকে মাদক নির্মূল ও র্যাগিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করাসহ ৩৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ। 

মঙ্গলবার দুপুর ১টার দিকে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের কার্যালয়ে স্মারকলিপি দেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।  

এ সময় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ ও প্রভোস্ট কাউন্সিল সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মাসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তাদের অন্য দাবিগুলো হলো- শ্রেণিকক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, আবাসিক সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সব আবাসিক হল ও ভবনসমূহে দ্রুতগতির ওয়াইফাই নিশ্চিতকরণ, দ্রুত মেগা প্রজেক্ট বাস্তবায়ন, শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের চারিদিকে প্রাচীর সংস্কার, পরিবহণ ভোগান্তি নিরসন, চিকিৎসা কেন্দ্রে মানসম্মত নিশ্চিতকরণ, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ভোগান্তি নিরসনে উক্ত অফিস ডিজিটালাইজেশন, সব শিক্ষার্থীর জন্য কেন্দ্রীয় লাইব্রেরি সার্বক্ষণিক খোলা রাখা, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ ও ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা ইত্যাদি।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। এখন পর্যন্ত ৩৩টি অসঙ্গতি এবং সংকট শনাক্ত করেছি। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমাদের যৌক্তিক দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমরা আশা রাখছি।

ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘সব দাবি যৌক্তিক এবং দাবিগুলোর সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত। সমস্যাগুলোর সমাধান করতে পারলে আমাদেরও স্যাটিসফেকশনের জায়গা তৈরি হবে। দাবিগুলো বিবেচনায় নিয়ে আমরা বাস্তবায়ন করব কিন্তু এজন্য সবার সহযোগিতা দরকার।’

দফা দাবি ইবি ছাত্রলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম