Logo
Logo
×

ক্যাম্পাস

পরীক্ষার হলে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে যুবক আটক

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ১১:০৫ পিএম

পরীক্ষার হলে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে যুবক আটক

অন্যের প্রবেশপত্র জিম্মি করে ভর্তি পরীক্ষার সময় হলে প্রবেশ করে প্রেমিকার সঙ্গে দেখা করেন সাইফুল্লাহ জাহান প্রিন্স (২০) নামে এক পলিটেকনিকের শিক্ষার্থী। হল থেকে বের হওয়ার পরে তাকে আটক করে প্রশাসন। শনিবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রিন্স এবং তার প্রেমিকার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

প্রিন্স ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত। তিনি রাজশাহী জেলার তানোর উপজেলার আশরাফুল ইসলামের ছেলে।

শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর আগে অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে কেন্দ্রে প্রবেশ করে প্রেমিকার সঙ্গে দেখা করেন তিনি। ফেরার পথে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘প্রেমঘটিত কারণে আবেগের বশে একে অপরের সঙ্গে দেখা করেছে। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও বারবার অনুরোধ করেছে ছেড়ে দেওয়ার জন্য। পরে তাদের দুজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

পরীক্ষা প্রেমিকা যুবক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম