Logo
Logo
×

ক্যাম্পাস

ইবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ করে ব্যয় সংকোচনের চেষ্টা!

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১০:৫৭ পিএম

ইবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ করে ব্যয় সংকোচনের চেষ্টা!

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতি সপ্তাহে সোমবার অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান। একাডেমিক কার্যক্রম বিঘ্নিত করে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষার্থী। 

শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত করে ক্লাস-পরীক্ষা বন্ধ করে ব্যয় সংকোচনের চেষ্টাকে হঠকারী আখ্যা দিয়েছেন তারা। ফলে দ্রুত এ সিদ্ধান্ত বাতিল করে স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফেরার দাবি করেছেন তারা। তবে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হলেও প্রতি মাসে প্রশাসনের আর্থিক সাশ্রয় হবে প্রায় ৯ লাখ টাকা। এটিকে ইতিবাচকভাবে দেখছেন প্রশাসন।

রেজিস্ট্রার দপ্তর সূত্রের তথ্যমতে, করোনা মহামারি ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫% সাশ্রয় করা আবশ্যক হয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রতি সপ্তাহে সোমবার সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অফিসসমূহ যথারীতি চলবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও পরিবহণ দপ্তরের তথ্যমতে, বিশ্ববিদ্যালয় একদিন ক্লাস পরীক্ষা বন্ধ রাখলে পরিবহণ খাতে খরচ কমবে ১ লাখ ৭০ হাজার টাকা। প্রতি মাসে খরচ কমবে ৬ লাখ ৮০ হাজার টাকা। বিদ্যুৎ খাতে প্রতিদিন সাশ্রয়ী খরচ ৫০ হাজার টাকা হিসেবে মাসে সাশ্রয়ী হবে ২ লাখ টাকা। অথ্যাৎ একদিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখলে পরিবহণ ও বিদ্যুৎ খাত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি মাসে সাশ্রয়ী হবে ৮ লাখ ৮০ হাজার টাকা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান সুইট বলেন, অনলাইনে পাঠদানের মাধ্যমে পাঠদানের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত থেকে ফিরে আসবে বলে আশা করছি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, সরকারি নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের শিক্ষক সমিতির নেতা, ডিন ও বিভাগের চেয়ারম্যানদের সবার সম্মতিতে সোমবারে অনলাইন ক্লাসের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে বিদ্যুতের তুলনায় পরিবহণের খরচটা সাশ্রয়ের জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। সব সমস্যা তো সমাধান করা যাবে না, কিছু কিছু সমস্যা তো থাকবেই।

ইবি ক্লাস পরীক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম