Logo
Logo
×

ক্যাম্পাস

ডেঙ্গুতে আইডিয়ালের আরেক শিক্ষার্থীর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৬:০২ পিএম

ডেঙ্গুতে আইডিয়ালের আরেক শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আফিয়া জাহান। সে বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের ‌‘ঝ’ শাখার ছাত্রী ছিল। 

রাজধানী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

আফিয়া জাহানের বাবা আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, গত সপ্তাহে হঠাৎ মেয়ের জ্বর ওঠে। জ্বর বাড়তে থাকায় শনিবার হাসপাতালে ভর্তি করাই। সোমবার আমার মেয়েটি মারা যায়। 

আফিয়াসহ এখন পর্যন্ত আইডিয়াল স্কুলের তিনজন শিক্ষার্থী মারা গেছে জানিয়ে প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক রুকনুজ্জামান শেখ বলেন, আফিয়ার অভিভাবকদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ২-৩ দিনের মধ্যে তার মৃত্যু হয়েছে। তিনজন শিক্ষার্থীকে হারিয়ে আমরা শোকাহত।

উল্লেখ্য, গত ১৬ জুলাই প্রথম ডেঙ্গুতে ইশাত আজহার নামের এক ছাত্রের মৃত্যু হয়। ইশাতও বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এরপর গত ৩১ জুলাই আইডিয়াল স্কুলের মতিঝিল শাখার বাংলা ভার্সনের তৃতীয় শ্রেণির ছাত্র বনি আমিন মারা যায়। 

ডেঙ্গু আইডিয়াল আরেক শিক্ষার্থী মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম