Logo
Logo
×

পরীক্ষা

গুচ্ছের বিপক্ষে ফের ইবি শিক্ষক সমিতির অবস্থান

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৯ পিএম

গুচ্ছের বিপক্ষে ফের ইবি শিক্ষক সমিতির অবস্থান

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি ফের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার বিপক্ষে অবস্থান জানিয়েছে। রোববার সংগঠনের সাধারণ সভা শেষে সাড়ে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে ফের তাদের অবস্থান তুলে ধরে।

এর আগেও তারা গুচ্ছ পরীক্ষায় ভোগান্তি ও দীর্ঘসূত্রিতার কথা জানিয়ে ওই পদ্ধতি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

অপরদিকে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সরকারের কাছে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার। সভাপতিত্ব করেন সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়েছে- ‘গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রিতা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। এর ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতার বিষয়ে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। শিক্ষক সমিতির কার্যিনর্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয়টি ইতিমধ্যে লিখিতভাবে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে জানানো হয়েছে। এরপরেও সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় সভায় উপাচার্যের অংশগ্রহণ এবং গণমাধ্যমে আগের ২২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ সংক্রান্ত খবরে শিক্ষকদের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষক সমিতি সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয়টি দৃঢ়ভাবে পূর্ণব্যক্ত করছে।’

এর আগে বেলা ১১টার দিকে সমিতির কার্যালয়ে সংগঠনটির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির সভাপতির সভাপতিত্বে সহ-সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ, কোষাধ্যক্ষ ড. আবদুল্লাহ-আল-মাসুদসহ অন্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম