Logo
Logo
×

অন্যান্য

‘শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা ও কারিগরি দক্ষতা বাড়ানো জরুরি’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৬:৫৭ পিএম

‘শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা ও কারিগরি দক্ষতা বাড়ানো জরুরি’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলা ও বিশ্ব বাজারের সঙ্গে যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা, কারিগরি শিক্ষা ও নেতৃত্বের দক্ষতা অর্জন করা খুবই জরুরি। বিশ্বায়নের চাহিদার আলোকে নিজেদেরকে আরও দক্ষ করতে হবে। 

উপমন্ত্রী বুধবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ‘বিশ্ব বাজারে একবিংশ শতাব্দির দক্ষতা’ শীর্ষক এক প্যানেল আলোচনায় একথা বলেন। 

আয়াত এডুকেশন ও কানাডার সেনেকা কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে আয়াত এডুকেশন ও সেনেকা কলেজের মধ্যে কানাডাতে পেশাগত দক্ষতামূলক প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা প্রদানে এক সমঝোতা চুক্তি সই হয়। আয়াত এডুকেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুসরাত আমান ও সেনেকার পক্ষে কলেজটির প্রেডিডেন্ট ডেভিড এগ্নিও। 

এ সময় আয়াত এডুকেশন ও সেনেকার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের কাউন্সিলর ও সিনিয়র ট্রেড কমিশনার এঞ্জেলা ডার্ক প্রমুখ উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থী বিভিন্ন ভাষা কারিগরি দক্ষতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম