Logo
Logo
×

অন্যান্য

জবি ছাত্রদলের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পিএম

জবি ছাত্রদলের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার ওপর যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 

রোববার দুপুরে নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন জবি শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলপরবর্তী সমাবেশে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার ওপরে আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

জানা গেছে, শনিবার বিএনপির কেন্দ্র ঘোষিত গণমিছিলের কর্মসূচি শেষে ফেরার পথে কাকরাইলে যুবলীগের কার্যালয়ের সামনে এলে হামলার শিকার হন সুজন মোল্লা। পরে গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ছাত্রদল হামলা বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম