Logo
Logo
×

অন্যান্য

জবির বাসে কমিটি গঠনে নিষেধাজ্ঞাসহ একগুচ্ছ নির্দেশনা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম

জবির বাসে কমিটি গঠনে নিষেধাজ্ঞাসহ একগুচ্ছ নির্দেশনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত করা বাসে কমিটি গঠনে নিষেধাজ্ঞাসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের পরিচালক অধ্যাপক সিদ্ধার্থ ভৌমিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বহনকারী নিজস্ব সিলভার (রুপালি) রঙের সব একতলা বাসের সামনের দ্বিতীয় সারি থেকে পঞ্চম সারি পর্যন্ত দুই পাশের সব আসন ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। অন্যান্য আসন ছাত্রদের জন্য বরাদ্দ থাকবে। বিআরটিসি থেকে ভাড়া করা লাল রঙের দ্বিতল বাসের নিচের তলায় ছাত্রীরা অবস্থান করবেন ও উপর তলায় ছাত্ররা অবস্থান করবেন।

এছাড়া বলা হয়, বই, খাতা, ব্যাগ বা রুমাল রেখে কোনো আসন দখল করা যাবে না। আগে এলে আগে বসা সাপেক্ষে বাসে কোনো সিনিয়র-জুনিয়র হিসাবে বসা বা দাঁড়ানো যাবে না।

জবি বাস নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম