জবি ইতিহাস বিভাগে র্যাগিং বিড়ম্বনায় পাঠদান স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) জুনিয়র শিক্ষার্থীদের র্যাগ দেওয়ার ঘটনায় সিনিয়র ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ক্লাস স্থগিত করা হয়েছে। বিভাগের শিক্ষার্থীরা সোমবার বিষয়টি জানিয়েছেন।
ইতিহাস বিভাগের নোটিশ বোর্ডে ১৭তম ব্যাচের (সিনিয়র ব্যাচ) ক্লাস ১৪ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে মর্মে নোটিশ সেঁটে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, জুনিয়রদের সঙ্গে কোনো ধরনের পরিচয় পর্ব না করতে। কিন্তু ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা ১৮তম ব্যাচের নতুন শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় পর্ব করে। পরিচয় পর্বের নামে মেয়ে শিক্ষার্থীদের ফেসবুকে যুক্ত হওয়ার জন্য বাধ্য করা হয়। এমনকি অনেক মেয়েকে মেসেঞ্জারে বিভিন্ন রকম মেসেজ করার জন্য চাপ দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকদের কাছে অভিযোগ দেয়।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মুর্শিদা বিনতে রহমান বলেন, বিষয়টা নিয়ে শিক্ষকদের মধ্যে আলোচনা হচ্ছে। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। ১৭তম ব্যাচের ক্লাস বন্ধ করার বিষয়ে তিনি বলেন, কিছুদিন পর ওদের মিডটার্ম পরীক্ষা শুরু হবে, আবার র্যাগিংয়েরও বিষয় আছে। সব মিলিয়ে ক্লাস বন্ধ করা হয়েছে।
জবি ইতিহাস বিভাগে র্যাগিং বিড়ম্বনায় পাঠদান স্থগিত
জবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৮:১১ | অনলাইন সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) জুনিয়র শিক্ষার্থীদের র্যাগ দেওয়ার ঘটনায় সিনিয়র ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ক্লাস স্থগিত করা হয়েছে। বিভাগের শিক্ষার্থীরা সোমবার বিষয়টি জানিয়েছেন।
ইতিহাস বিভাগের নোটিশ বোর্ডে ১৭তম ব্যাচের (সিনিয়র ব্যাচ) ক্লাস ১৪ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে মর্মে নোটিশ সেঁটে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, জুনিয়রদের সঙ্গে কোনো ধরনের পরিচয় পর্ব না করতে। কিন্তু ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা ১৮তম ব্যাচের নতুন শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় পর্ব করে। পরিচয় পর্বের নামে মেয়ে শিক্ষার্থীদের ফেসবুকে যুক্ত হওয়ার জন্য বাধ্য করা হয়। এমনকি অনেক মেয়েকে মেসেঞ্জারে বিভিন্ন রকম মেসেজ করার জন্য চাপ দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকদের কাছে অভিযোগ দেয়।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মুর্শিদা বিনতে রহমান বলেন, বিষয়টা নিয়ে শিক্ষকদের মধ্যে আলোচনা হচ্ছে। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। ১৭তম ব্যাচের ক্লাস বন্ধ করার বিষয়ে তিনি বলেন, কিছুদিন পর ওদের মিডটার্ম পরীক্ষা শুরু হবে, আবার র্যাগিংয়েরও বিষয় আছে। সব মিলিয়ে ক্লাস বন্ধ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023