বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

 যুগান্তর প্রতিবেদন 
০৫ মার্চ ২০২৩, ০৭:২৫ পিএম  |  অনলাইন সংস্করণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০২২ সালের বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করেছে।এ বছর বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধীনে দেশের ১৮০টি কেন্দ্রে মোট ৬০ হাজার ২৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ২৫২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও অন্যান্য গ্রেডে ১০ হাজার ৩৬৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

রোববার দুপুরে মিরপুর ১২ নম্বরে একটি চাইনিজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে এ ফল ঘোষণা করা হয়। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষা সচিব ও যুগান্তর স্বজন সমাবেশ বৃহত্তর মিরপুরের সদস্য মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এলএম কামরুজ্জামান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জিএম জাহাঙ্গীর কবির রানা ও সংগঠনের অন্যান্য নেতারা। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন