Logo
Logo
×

ক্যাম্পাস

জাবি ‘সি’ ইউনিটের ফল প্রকাশের তারিখ ঘোষণা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম

জাবি ‘সি’ ইউনিটের ফল প্রকাশের তারিখ ঘোষণা

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের মধ্যে ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজ্জামেল হক।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মোবাইল বার্তায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

অধ্যাপক মোজ্জামেল হক বলেন, রোববার অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিল। সি ইউনিটের ফলাফলের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, আশা করছি সোমবার দুপুরের মধ্যে ফল প্রকাশ করতে সক্ষম হব।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটে ছাত্রদের জন্য ২৩৩টি এবং ছাত্রীদের জন্য ২৩৩টি আসনের বিপরীতে মোট ৪৭ হাজার ৪৯৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন। এর মধ্যে ২০ হাজার ৪০১ জন ছাত্র এবং ২৭ হাজার ৯৭ জন ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। এ দিন মোট ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম