রাবির সেই ডিনদের দায়িত্ব পালন করবেন উপাচার্য-উপ-উপাচার্য
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পদত্যাগ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামী লীগপন্থি ৬ ডিনের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দুই উপ-উপাচার্য।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।
তিনি জানান, উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মাদ মাঈন উদ্দীন ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের এবং উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ভূ-বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের রুটিন দায়িত্ব পালন করবেন।
এদিকে শিক্ষার্থী, রাকসু প্রতিনিধি ও ছাত্রশিবিরের দাবির মুখে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগ করা ডিনরা হলেন- আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের ড. নাসিমা আখতার, ব্যবসা শিক্ষা অনুষদের অধ্যাপক ড. এএসএম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এসএম একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের বিমল কুমার প্রামাণিক এবং ভূ-বিজ্ঞান অনুষদের এএইচএম সেলিম রেজা।
এর আগে ২০২৩ সালের ১৭ ডিসেম্বর শিক্ষক সমিতি, ডিন, সিন্ডিকেট, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এবং শিক্ষা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১২টি অনুষদের ডিন নির্বাচনে আওয়ামীপন্থি হলুদ প্যানেল থেকে ছয় প্রার্থী নির্বাচিত হন। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। তবে উপাচার্য ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এসব ডিনদের নির্বাচন না হওয়া পর্যন্ত স্ব-পদে থাকার নির্দেশ দেন।
এতে ডিনদের পদত্যাগ করতে আলটিমেটাম দেন রাকসু জিএস সালাহউদ্দীন আম্মার। পরে রোববার একদল শিক্ষার্থী ৩ ডিনের কার্যালয়, উপাচার্য ও উপ-উপাচার্যসহ সব প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে তালা দেন। পরে তাদের সঙ্গে আলোচনায় বসেন দুই উপ-উপাচার্য।
বিক্ষোভকারীদের ডিনদের অব্যাহতি দেওয়ার আশ্বাস দেওয়া হলে দেড় ঘণ্টা পরে তারা তালা খুলে দেন। পরে সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে ডিনদের এক বৈঠকে তারা উপাচার্যের কাছে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান।
