Logo
Logo
×

ক্যাম্পাস

ঢাবি উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১০:৪১ পিএম

ঢাবি উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের

নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা। 

শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদল এ দাবি জানায়। 

ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, বিচার এবং সাম্প্রতিক রাজনীতি বিষয়ে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এতে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস লিখিত বক্তব্য পাঠ করেন। 

ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চেয়ে গণেশ চন্দ্র রায় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে নিরাপদ ও স্বাধীনভাবে মতপ্রকাশের উপযুক্ত ক্যাম্পাসের আকাঙ্ক্ষা বারবার প্রকাশ করে এসেছে, সে রকম ক্যাম্পাস বিনির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নানা উপায়ে লুকিয়ে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অনীহা ও গাফিলতি প্রদর্শন করেছে ঢাবি প্রশাসন। ন্যক্কারজনক নানান ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদের গা-ছাড়া মনোভাবের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে তাদের অযোগ্যতারই বহিঃপ্রকাশ। 

এদিকে সাম্য হত্যার প্রায় ১৩ দিন পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তথ্য উপস্থাপন করেছে তা ছিল অত্যন্ত অস্পষ্ট ও বিভ্রান্তিকর এ সময় উল্লে­খ করেন ঢাবি ছাত্রদলের এই নেতা।

সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম