ঢাকা কলেজ ৯৬ ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল, সম্পাদক রাব্বি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০২:৪১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা কলেজের এইচএসসি ৯৬ ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ কামাল হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ ফজলে রাব্বি। শনিবার সংসঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কমিটির প্রধান এ দুই পদে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। রাজধানীর কাওরান বাজারে একটি হোটেলে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন, বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য মো. এএসএম ফরহাদ
ও সাবেক সাধারণ সম্পাদক অলিউর রহমান নয়ন। এতে গত ৬ ডিসেম্বর গঠিত বিগত কমিটি বিলুপ্ত
ঘোষণার পর থেকে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠনের মাধ্যমে ওই সংগঠনের সাংগঠনিক
কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত
করা হয়েছে। পরে বাকি পদে দায়িত্ব দেওয়া হবে।
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ কামাল
হোসেন তালুকদার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পরিচালক
পদে কর্মরত। সাধারণ সম্পাদক শাহ ফজলে রাব্বি একজন ব্যবসায়ী।
