Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১০:৪৫ পিএম

জাবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের হোসাইন মৃত্যুবরণ করেছেন।

রোববার (২২ জুন) সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, জোবায়ের হোসাইনের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারাল। তার এই অপ্রত্যাশিত চলে যাওয়া বিশ্ববিদ্যালয় পরিবার ও তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি জোবায়েরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিডনি ফিল্ডে জোবায়েরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ তার শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন তার স্বজনরা।

জানা গেছে, জেবায়েরের সকাল থেকে প্রচণ্ড পেটব্যথা অনুভব হলে তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু সংবাদ আসে। এর আগে রাতের দিকে অনেকবার পেট ব্যথা ও বমি হয়েছে বলে জানিয়েছেন তার বন্ধুরা। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে হিমোফিলিয়ায় রোগে আক্রান্ত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম