Logo
Logo
×

শিক্ষাঙ্গন

রাবিতে প্রথমবার ঐতিহাসিক পলাশী দিবস পালিত

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৮:৫৫ পিএম

রাবিতে প্রথমবার ঐতিহাসিক পলাশী দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ঐতিহাসিক ‘পলাশী দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ’-এর আয়োজনে একটি মৌন মিছিলের আয়োজন করা হয়। মিছিলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়েরর প্রথম প্রশাসন ভবনের সামনে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

এ সময় বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন খান, প্রক্টর অধ্যাপক ড. মাহাবুবুর রহমান, ম্যাটেরিয়াল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিএম সফিউর রহমান, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাকিব মৃধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা হয়। ইতিহাসের এ বেদনাদায়ক অধ্যায় আমাদের জন্য একটি বড় শিক্ষা। জাতির অগ্রযাত্রা রক্ষায় আমাদের ঘরের শত্রু ও মিত্র চিহ্নিত করতে হবে। ব্যক্তিগত স্বার্থে যারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের পরিণতি চিরকাল ইতিহাসে ঘৃণার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

জাতীয় স্বার্থে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে জাতিকে শক্তিশালী করতে শেকড়ের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সামনের পথে এগিয়ে যেতে হবে- এটাই হবে প্রকৃত সোনার বাংলা গঠনের অঙ্গীকার।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। সঞ্চালনা করেন উত্তরণ প্রকাশের প্রকাশক মহব্বত হোসেন মিলন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম