Logo
Logo
×

ক্যাম্পাস

ডাকসু নির্বাচন

মনোনয়নপত্র সংগ্রহে সময় বৃদ্ধি পক্ষপাতী আচরণ: ফরহাদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৪:৫৫ পিএম

মনোনয়নপত্র সংগ্রহে সময় বৃদ্ধি পক্ষপাতী আচরণ: ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) মনোনয়নপত্র সংগ্রহের জন্য হঠাৎ করে একদিন সময় বাড়ানোকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের পক্ষপাতী আচরণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ।

মঙ্গলবার ডাকসু মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং আজকে তা জমা দিয়েছি। কিন্তু গতকাল থেকে কয়েকটি বিষয় দুঃখজনকভাবে লক্ষ্য করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে একদিন মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়াল। এটি স্পষ্টত একটি নির্দিষ্ট দলের প্রতি তাদের পক্ষপাতী আচরণ।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল যে তারা যেই তারিখ ঘোষণা করবেন, সেই তারিখ মেইনটেইন করে শিক্ষার্থীদের রায়কে প্রতিফলিত করবেন। কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়াই সরাসরি সময় বাড়িয়ে দেওয়া— যখন বাকিরা মনোনয়নপত্র জমা দিয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ করেছে— তা নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত নেওয়ার সামগ্রিক সুবিধা দেওয়া ছাড়া আর কিছুই নয়। এটা অত্যন্ত দুঃখজনক।

এস এম ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসন বিশেষ করে প্রক্টর থেকে শুরু করে প্রভোস্ট ও বিভিন্ন কমিটিকে নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ দেখছি। চব্বিশ-পরবর্তী সময়ে আমরা শিক্ষকদের কাছ থেকে এমন সাড়া চাই, যা সব শিক্ষার্থীর জন্য সমান হবে। আগামীতে এ ধরনের পক্ষপাতমূলক আচরণ চাই না।

প্রসঙ্গত, মনোনয়ন ফরম সংগ্রহের শেষদিন সোমবার ফজিলাতুন্নেছা মুজিব হলে ‘মব’ তৈরি করে ছাত্রদলকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর মনোনয়ন ফরম সংগ্রহের জন্য একদিন বাড়ায় নির্বাচন কমিশন।

তফশিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ডাকসুর কেন্দ্রীয় সংসদে পদ ২৮টি। ১৮ আগস্ট পর্যন্ত পদগুলোর বিপরীতে মনোনয়নপত্র কিনেছেন ৫৬৫ জন। আর ১৮টি হল সংসদের বিভিন্ন পদে ১ হাজার ২২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তফশিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। 

ঘটনাপ্রবাহ: ডাকসু নির্বাচন ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম