মগবাজারে রেস্টুরেন্টে আগুন, ২০ মিনিটে নিয়ন্ত্রণে
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মগবাজারে তাকওয়া হাসপাতালের পাশে কিসপি রেস্টুরেন্টের ফলস সিলিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এসময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাজাহান হোসেন বলেন, কিসপি রেস্টুরেন্টের ফলস সিলিংয়ে ছোট পরিসরে আগুন ধরে ছিল। আমাদের দুটি ইউনিট তা দ্রুত নিয়ন্ত্রণে আনে এবং রাত ১২টা ৫১ মিনিটে আগুন সম্পূর্ণ নিভে যায়।’
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
