Logo
Logo
×

রাজধানী

গুলিস্তানে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম

গুলিস্তানে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ মাজার এলাকায় ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার এসআই মনোজ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খবর পেয়ে গোলাপ শাহ মাজারের ফুটপাত থেকে আনুমানিক ৭০ বছর বয়সি এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

এসআই জানান, আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে মৃত ব্যক্তির নাম–পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম