Logo
Logo
×

রাজধানী

সোহরাওয়ার্দী উদ্যানে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে সাধারণ মানুষ

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে সাধারণ মানুষ

ছবি: যুগান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে নাট্যমঞ্চের ভেতরে ঝোপঝাড়ের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত পরিচ্ছন্ন কর্মীসহ আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে ওঠেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পিডব্লিউডির ডেইলি বেসিস পরিচ্ছন্ন কর্মী মো. আনোয়ার যুগান্তর জানান, আমরা সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের নাট্যমঞ্চের ভেতরে পরিচ্ছন্নতার কাজ করছিলাম। সেখানে ঝোপঝাড় এবং ময়লা আবর্জনা ভরা ছিল। হঠাৎ মঞ্চের এক কোনায় একটি বিকট বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলাম। পরে দেখে বুঝলাম, ঝোপঝাড়ের মধ্যে পরিত্যক্ত অবস্থায় রাখা ককটেল হয়তো রোদ্রের তাপে বিস্ফোরিত হয়েছে। কাছে গিয়ে দেখি ছড়িয়ে ছিটিয়ে লাল টেপ পড়ে আছে। আমরা সবাই আতঙ্কিত হয়ে কেঁপে উঠি।   

নাম প্রকাশে অনিচ্ছুক অন্যান্য প্রত্যক্ষদর্শী জানান, পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছিলেন। হঠাৎ মঞ্চের ভেতরের এক কোনা থেকে বিকট শব্দ শুনে আমরা ছুটে যাই। গিয়ে দেখি লাল টেপে মোড়ানো কিছুর বিস্ফোরণ হয়েছে এবং তার অবশিষ্টাংশ মঞ্চে পড়ে আছে।

শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর যুগান্তর জানান, এ বিষয়ে এখন পর্যন্ত আমার কিছু জানা নেই। আমরা উদ্যানের ভেতরে থানা থেকে পুলিশ পাঠিয়েছি। পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম