Logo
Logo
×

রাজধানী

কুখ্যাত মাদক কারবারি শিস নবি গ্রেফতার

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম

কুখ্যাত মাদক কারবারি শিস নবি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত মাদক কারবারি শিস নবি (৩৫) বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। 

সেনাবাহিনীর কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে টহল দলটি যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শিস নবিকে হাতেনাতে আটক করে। প্রথমে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। মোট ৩৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিস নবি দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ ও পাইকারি বিক্রির সঙ্গে জড়িত ছিল। তার মাধ্যমে কামরাঙ্গীরচরসহ আশপাশের এলাকায় ইয়াবা ছড়িয়ে পড়ছিল।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম যুগান্তরকে বলেন, সেনা টহল দলের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম