যমুনা ফিউচার পার্কে স্মার্টফোন ‘আইটেল’র যাত্রা শুরু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৩:০২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিকমানের স্মার্টফোন ব্র্যান্ড ‘আইটেল’।
বৃহস্পতিবার বিকালে শপিংমলের লেভেল-৪ এ স্মার্টফোন ব্র্যান্ডের উদ্বোধন করেন যমুনা বিল্ডার্সের গ্র“পের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম। এ সময় উপস্থিত ছিলেন আইটেলের বাংলাদেশের হেড শফিউল আলম, মার্কেটিং ডিরেক্টর আকিং, বিজনেস ডেভলপমেন্ট হেড ফ্রাসিস প্রমুখ।
ড. আলমগীর আলম বলেন, যমুনা ফিউচার পার্কে দেশি-বিদেশি ব্র্যান্ড সবসময় গ্রাহকদের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়ে তোলে। আইটেলের মতো একটি নির্ভরযোগ্য ও আধুনিক ব্র্যান্ড যুক্ত হওয়ায় শপিংমলে স্মার্টফোন সেকশন আরও সমৃদ্ধ হয়েছে। আমরা বিশ্বাস করি স্মার্টফোন আইটেল দ্রুত মানুষের আস্থা অর্জন করবে।
শফিউল আলম বলেন, বাংলাদেশের গ্রাহকদের জন্য উচ্চমানের আধুনিক প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন সরবরাহ আমাদের প্রধান লক্ষ্য। যমুনা ফিউচার পার্কের মতো একটি প্রিমিয়াম শপিং ডেস্টিনেশনে স্টোর উদ্বোধনের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি।
এদিকে মনোমুগ্ধকর সাজসজ্জা, আধুনিক ডিসপ্লে এবং দর্শনার্থীদের আগমনে মুখর হয়ে ওঠে ‘আইটেল’ স্টোর উদ্বোধনস্থল। সকাল থেকে স্টোরে আসেন নানা বয়সের ক্রেতারা। তাদের পদচারণায় আনন্দঘন হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। আইটেল স্টোরে অত্যাধুনিক স্মার্টফোন, এক্সেসরিজ ও গ্যাজেটস সমাহার দেখে প্রথম দিনেই খুশি ক্রেতারা।
