নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৮:৪২ এএম
বরিকুল ইসলাম বাঁধন/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বরিকুল ইসলাম বাঁধনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে রাজধানীর বিজয়নগর থেকে গ্রেফতার করা হয়।
শেষ কিছু দিন ধরেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রবণতা বেড়েছে। তারই একটার প্রস্তুতি নিচ্ছিলেন বাঁধন। শুক্রবার সকালে বিজয়নগরে অভিযান কার্যক্রম চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সাবেক সভাপতি ছিলেন তিনি। আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি রাজধানীতে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন বলে জানা গেছে।
ক্ষমতায় থাকাকালে তিনি ছাত্রদের বেশ হয়রানির শিকার করতেন বলে জানা যায়। ২০১৭ সালে আরবী বিভাগের শিক্ষার্থী ও শিবির নেতা নাজমুল বাশারকে রাতভর নির্যাতনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সে কারণে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলাও করা হয়। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মারধরের অভিযোগও আছে তার নামে।
