লংমার্চে পুলিশের বাধা, ফের রাস্তা অবরোধ শিক্ষকদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখী লংমার্চ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়ায় ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে নন এমপিও শিক্ষকরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। তবে নন এমপিও শিক্ষক ঐক্য জোটের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য প্রেরণ করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল ৫টা) শিক্ষকরা সড়কে অবস্থান করছেন। প্রায় ঘন্টাব্যাপী সড়কটি বন্ধ থাকায় আশপাশের এলাকায় প্রচণ্ড যানজট তৈরি হয়েছে।
সংগঠনের সমন্বয়ক মিজানুল হক মামুন যুগান্তরকে বলেন, নন এমপিও শিক্ষকরা দীর্ঘদিন থেকে বেতন ভাতা বঞ্চিত। এমপিও ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষকরা ঘরে ফিরে যাবে না।
এ বিষয়ে শাহবাগ থানার (পরিদর্শক পেট্রোল) বুলবুল আহমেদ যুগান্তরকে জানান, শিক্ষকরা বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে লং মার্চ শুরু করলে তাদেরকে ব্যারিকেড দিয়ে বাধা প্রদান করা হয়। তাদের মনোনীত ৬ সদস্যের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। তারা কি সিদ্ধান্ত নিয়ে আসে, তার অপেক্ষায় রয়েছেন শিক্ষকরা।

