Logo
Logo
×

রাজধানী

বাবার কবর জিয়ারত, যে অঙ্গীকার করলেন ইশরাক

Icon

পুরান ঢাকা প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম

বাবার কবর জিয়ারত, যে অঙ্গীকার করলেন ইশরাক

বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: যুগান্তর

সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করে জনসেবার অঙ্গীকার করেছেন তার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে লড়বেন ইশরাক। 

বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার বাবার কবর জিয়ারতে ছুটে যান ইশরাক। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা। জুরাইন কবরস্থানে কুরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজন করেন এবং সেখানে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। 

ইশরাক হোসেন বলেন, সাদেক হোসেন খোকা দীর্ঘসময় রাজনীতি করেছেন। চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন, শেষ সময় দেশের মানুষের মাঝে ফিরতে চেয়েছিলেন, নেতাকর্মী ও পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন; কিন্তু স্বৈরাচার হাসিনা তাকে ফিরতে দেয়নি। সাদেক হোসেন খোকার রাজনীতি থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানান ইশরাক হোসেন। 

তিনি বলেন, বিএনপি কর্তৃক ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ঢাকা-৬ আসন (সূত্রাপুর-ওয়ারী-গেন্ডারিয়া-কোতোয়ালি আংশিক-বংশাল আংশিক) থেকে আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সব প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটি এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, পুরান ঢাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করে এ আসনটি দলকে উপহার দেব এবং যেখানে প্রয়োজন বিএনপির অন্যান্য প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে তাদের বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত, কারণ তারেক রহমান আমাকে সরাসরি বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার হাতকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। তাই এ সুযোগকে কোনো পুরস্কার হিসেবে নয়, বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া, সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ, নাসির উদ্দীনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম