Logo
Logo
×

রাজধানী

জেনেভা ক্যাম্পে ককটেল ফ্যাক্টরির সন্ধান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম

জেনেভা ক্যাম্পে ককটেল ফ্যাক্টরির সন্ধান

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প থেকে বিপুল সংখ্যক ককটেল ও ককটেল তৈরির কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে। এখানে একটি ভবনের ছাদ থেকে বিপুল সংখ্যক ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর ব্লকে বুনিয়া সোহেলের বাসার পাশের একটি ভবনে ককটেল তৈরি করা হচ্ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম