ঢামেকে বিশ্ব ডায়াবেটিস দিবসে র্যালি ও কর্মশালা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’-এ স্লোগানে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) ফিটোমেটারনাল মেডিসিন ইউনিটের উদ্যোগে জনসচেতনতামূলক র্যালি এবং বৈজ্ঞানিক কর্মশালার আয়োজন করা হয়। এতে কর্মস্থলে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানা এবং ডায়াবেটিস থেকে নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সঠিক সময়ে গর্ভকালীন ডায়াবেটিস নির্ণয় এবং চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, গাইনী বিভাগের প্রধান অধ্যাপক রাশিদা খানম, ফিটোমেটারনাল মেডিসিন ইউনিট প্রধান অধ্যাপক নাসরিন আখতার প্রমুখ।
বৈজ্ঞানিক কর্মশালায় গর্ভকালীন ডায়াবেটিস স্ক্রিনিং এবং ম্যানেজমেন্টের ওপর গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালায় বাংলাদেশ অবস্টেট্রিক এন্ড গাইনোকোলোজিকাল সোসাইটির প্রেসিডেন্ট ও ফিটোমেটারনাল মেডিসিন সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ফিরোজা বেগম উপস্থিত ছিলেন। তিনি ঝুঁকিপূর্ণ রোগ সম্পর্কে সচেতনতা এবং চিকিৎসকগণকে সুচিকিৎসা নিশ্চিতকরণে জোর দেন। এছাড়াও একটি জনসচেতনতামূলক নাটিকা প্রদর্শণ করা হয়।
নিরাপদ মাতৃত্ব, এক অদেখা যুদ্ধ শিরোনামের নাটিকাটি রচনা ও পরিচালনা করেছেন, ফিটোমেটারনাল মেডিসিন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. আরিফা শারমিন মায়া। এতে দেখানো হয়, একজন মা রোগ নির্ণয়ের পরেও নিয়মিত চেকআপে না থাকায় নানা জটিলতায় পড়েন। পাশাপাশি গর্ভস্থ সন্তানের জন্মগত ত্রুটি (হর্ট এ ফুটো) ধরা পড়ে এবং প্রসবের ১২ ঘণ্টা পর সে পৃথিবী থেকে বিদায় নেয়।
