ভূ-কম্পে ভবনধসে নিহত শিশুর পরিচয় মেলেনি
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
নিহত শিশুটির পরিচয় মেলেনি। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর পুরান ঢাকার বংশাল থানাধীন কসাইটুলি বাংলা স্কুলের সামনে ২০/সি, কে.পি ঘোষ লেন স্ট্রিটে একটি সাততলা ভবনের ছাদের রেলিং ধসে তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে।
রেলিং ধসে আহত তিনজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সবাইকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে আনুমানিক ১০ বছরের একটি শিশুর মরদেহ এখনও হাসপাতালের মর্গে রাখা রয়েছে। কিন্তু তার পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটির পরিচয় নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কসাইটুলি এলাকার বাসিন্দা মো. জলি ইসলাম ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘সকালে ভূমিকম্পের পরপরই দেখি ভবনের ছাদের কার্নিশ নিচে পড়ে গেছে। বাচ্চাটিকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে সঙ্গে সঙ্গে তাকে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। এখনো পর্যন্ত বাচ্চাটির পরিবারের সন্ধান মেলেনি।’
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুরান ঢাকার এই এলাকায় বহু ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভূমিকম্পের কম্পনে পুরোনো ভবনগুলোর কিছু অংশ দুর্বল হয়ে পড়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাকি দু’জনের পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয়রা মনে করছেন, তারা এলাকার বাসিন্দা নাও হতে পারেন। কেউ হয়তো পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
মিটফোর্ড হাসপাতাল সূত্র জানায়, শিশুটির বয়স আনুমানিক ৯ থেকে ১০ বছর। মুখমণ্ডলে আঘাত থাকলেও চেহারা শনাক্তযোগ্য। তার পরিবার বা অভিভাবকের সন্ধান না পাওয়ায় মর্গে বিশেষভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে।

