Logo
Logo
×

রাজধানী

সরকারি আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের সংঘর্ষ

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫০ এএম

সরকারি আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের সংঘর্ষ

সরকারি আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের সংঘর্ষ। ছবি: যুগান্তর

রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শনিবার (২২ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে মাদ্রাসার ভেতরে অনুষ্ঠিত এক মিলাদ মাহফিলকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।

শিক্ষার্থীরা জানায়, মিলাদ মাহফিল চলাকালে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে বিষয়টি ধাওয়া–পালটা ধাওয়ায় রূপ নেয় এবং লাঠি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

আরও পড়ুন
মহাখালীতে বাসে আগুন

খবর পেয়ে চকবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের যুগান্তরকে বলেন, ‘মাদ্রাসার শিক্ষার্থীদের দুই গ্রুপে মিলাদ মাহফিল চলাকালে কোনো একটি বিষয় নিয়ে সংঘর্ষে ধাওয়া–পালটা ধাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় ৫–৭ জন আহত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম