Logo
Logo
×

রাজধানী

সাভারে হত্যা মামলার আসামি গ্রেফতার, জিজ্ঞাসাবাদে মিলল যে তথ্য

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:১৩ এএম

সাভারে হত্যা মামলার আসামি গ্রেফতার, জিজ্ঞাসাবাদে মিলল যে তথ্য

আশুলিয়ার চারাবাগ কুমকুমারি এলাকা থেকে ‘ক্লুলেস’ হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ছবি: যুগান্তর

আশুলিয়ার চারাবাগ কুমকুমারি এলাকা থেকে ‘ক্লুলেস’ হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারি এলাকায় গত ২৭ জানুয়ারি একটি অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় অজ্ঞাতনামা নারী হত্যা মামলার রহস্য উদঘাটনের দায়িত্ব দেওয়া হয় ডিবি ঢাকা উত্তরকে।

ডিবি উত্তরের ওসি জালাল উদ্দীন জানান, তদন্তের অংশ হিসেবে তথ্য-প্রযুক্তি ও বিভিন্ন কৌশল ব্যবহার করে তার নেতৃত্বে এসআই মো. আ. সালাম ফোর্সসহ প্রথমে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. বিদ্যুৎ মণ্ডলকে (৩৭) গ্রেফতার করে। পরে বিদ্যুৎ মণ্ডল হত্যায় তার সম্পৃক্ততা স্বীকার করেন এবং তার ছোট বোনের স্বামী মো. শাকিরুল ইসলামও ঘটনাটিতে জড়িত বলে জানান।

এ তথ্যের ভিত্তিতে পলাতক আসামি শাকিরুল ইসলামকে ধরতে তথ্য-প্রযুক্তি ও বিভিন্ন কৌশল ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর ডিবির (উত্তর) ওসি জালাল উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে ডিএমপি দারুস সালাম থানা এলাকায় অভিযান চালানো হয়। পরে মিরপুর বড়বাজারের শামীমের অটোরিকশা গ্যারেজ থেকে পলাতক আসামি মো. শাকিরুল ইসলামকে (২৬) গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিরুল ইসলাম হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। অজ্ঞাতনামা নারীর পরিচয় জানতে চাইলে তিনি জানান, নিহত নারীর নাম নার্গিস আক্তার (২৭), যিনি তার ভাবী এবং শাকিরুলের স্ত্রীর বড় ভাইয়ের তৃতীয় স্ত্রী। তিনি আরও জানান, তার স্ত্রীর বড় ভাই বিদ্যুৎ মণ্ডলের যোগসাজশেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 

উল্লেখ্য, বিদ্যুৎ মণ্ডলকে আগেই গ্রেফতার করে আদালতে পাঠানো হলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শাকিরুল ইসলামকে আশুলিয়া থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে আশুলিয়া পুলিশ জানায়। আজ তাকে আদালতে পাঠানো হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম